অফিশিয়ালি রিয়েলমি ফোন এখন বাংলাদেশে
রিয়েলমি ২০১৯ সালে ২-৩ ফোন অফিশিয়ালি বাংলাদেশে আনলেও সেগুলো ছিল অনলাইন সপ গুলোতে যেমন পিকাবো এবং রবিসপ এ.তবে অফিশিয়ালি রিয়েলমি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তে বাংলাদেশে প্রবেশ করলো এবং তারা একটি ইভেন্ট প্রগ্রাম এর মাধ্যমে বিষটি প্রকাশ করলো।
তবে সব চাইতে মজার বেপার হল রিয়েলমি ফোন গুলো আপনি তুলনা মূলক অনেক কম দামে কিনতে পারবেন কারণ কোম্পানিটি তাদের ফ্যাক্টারি করেছে গাজীপুরে । ফোন গুলো হবে মেড ইন বাংলাদেশ ট্যাগ যুুুুুক্ত। তার মানে আপনি বুঝতে পারছেন মোবাইল গুলোর দাম আন-অফিশিয়াল ফোন গুলোর দাম যেমন কম হয় তেমন হবে।
ভারতে এলো কম দামে ভাল ফোন রিয়েলমি সি৩
রিয়েলেমি বিশ্বের একটি জনপ্রিয় ব্যান্ড এবং ভারতে চার নম্বর স্থান দখল করে আছে । কোম্পানি জানিয়েছে তাদের স্মাটফোন ছাড়াও তাদের অন্য প্রডাক্ট গুলো বাংলাদেশে নিয়ে আসবে ।
রিয়েলমির ফোন গুলো মার্চ মাসের মাঝা মাঝি সময়ে হয়তো বাজারে পাওয়া যাবে । মাচ হয়তো আমরা দুটি স্মাটফোন পেতে পারি রিয়েলমির পক্ষ থেকে ।
Leave a Reply