লঞ্চ হয়ে গেল আইফোন ১২ সিরিজ

আইফোন ১২ সিরিজ ছবি

অবশেষে লঞ্চ হয়ে গেল আপেল  এর আইফোন ১২ সিরিজ । স্মোটফোন গুলো আরো আগে লঞ্চ হওয়া কথা থাকলেও তারা বারবার তাদের লঞ্চ ইভেন্ট পরিবর্তন করেছে যাই হোক আইফোন প্রেমিদের অপেক্ষার পালা শেষ । এমন অনেকে দেখা যায় যারা আইফোন কে ভালবসে তারা তাদের পুরানো ফোনটি বিক্রয় করে নতুন ফোন ক্রয় করে থাকে তবে চলুন এবারের ১২ সিরিজ কেমন হবে কি থাকছে ফোন গুলোতে ।

আইফোন ১২ সিরিজে মোট চারটা ফোন লঞ্চ হয়েছে অন্য বার থেকে এবার একটি ফোন বেশি । যোগ হয়েছে নতুন একটি মডেল । চারটি ফোনের নাম গুলো  যথাক্রমে : iPhone 12 mini, iPhone 12, iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max । এবারে সব গুলো ফোন ৫জি সাপোট করবে এছাড়া আপেল এর জনপ্রিয় চিপসেট A14 Bionic ব্যবহার করা হয়েছে ।

তবে চলুন ফোন গুলোর দাম সম্পকে একটু জেনে নেওয়া যাক । স্মাটফোন গুলো গ্লোবাল লঞ্চ হলে ও বাংলাদেশে একনো আসেনি । তাই ভারতে দামটি আপনাদের জানিয়ে দিই iPhone 12 mini 64GB (Rs. 69,900) , iPhone 12 64GB(Rs. 79,900), iPhone 12 Pro 128GB(Rs. 1,19,900), iPhone 12 Pro Max 128GB(Rs. 1,29,900) এমন দামে হয়তো আমাদের দেশে পাওয়া যাবে না এর চায়তে বেশি টাকা খরচ করতে হবে ফোন গুলো কিনতে হলে ।