শাওমি রেডমি ৮এ ডুয়েল স্মাটফোন স্পেসিফিকেশন
প্রত্যেক বছর ফেব্রুয়ারি –মার্চে নতুন ফোন রিলিজ করে থাকে । রেডমির এ সিরিজের ফোন গুলোকে দেশীয় র্স্মাটফোন বলে থাকে । রেডমি ৮এ ডুয়েল স্মাটফোন টি স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে রিয়েলমি সি৩ কে টেক্কা দিতে বাজারে নিয়ে আসা হচ্ছে।
ফোনটি ল্যান্স করার জন্য টাইমিং চালু করেছে কম্পানিটি । এ ফোটির জন্য হয়তো কোন ইভেন্ট করতে পারে বলে মনে হচ্ছে । 11-02-2020 তারিখ ১২টা সময় উল্লেখ করেছে । রেডমি ৮এ ডুয়েল স্মাটফোন প্রকাশের আগে আপনাদের এমনটা জানিয়ে ছিলাম ঠিক তেমনটি হয়েছে ।
রেডমি ৮এ ডুয়েল ফোনটি আসার আগে সবাই ধারণা করে ছিল রেডমি ৯এ আসবে হয়তো কিন্তু তেমন টা হয়নি হয়তো রেডমি ৯এ আরো পরে বাজারে নিয়ে আসবে । তবে রেডমি ৮এ ডুয়েল স্মাটফোন টিতে কি থাকছে সেটা দেখে নেওয়া যাক।
রেডমি ৮এ ডুয়েল স্মাটফোন স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড পাই ৯.০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯
প্রসেসর : অক্টাকোর ১.৯৫ গিগাহার্জ
সিম: ডুয়েল নেনো
এফএম: ওয়ারলেস এফএম
র্যাম: ২/৩গিগাবাইট
রম: ৩২গিগাবাইট
মাক্রএসডি : ৫১২গিগাবাইট
ডিসপ্লে: আইপিএস ইনসেল ৬.২২” পিপিআই ২৭০ এবং গোরিলা গ্লাস ৫
ক্যামেরা: ব্যাক ১৩+২ মেগাপিক্সেল গুগোল লেন্স। ৮মেগাপিক্সেল
ব্যাটারী: ৫০০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার। ফ্রাস্ট চাজিং ১৮
বডি: ১৫৬.৪৮ * ৭৫.৪১ * ৯.৯০ মিলিমিটার
ওয়েট: ১৮৮ গ্রাম
দাম: ৬,৪৯৯ (ভারত), ১২,৯৯০ টাকা (বাংলাদেশ)
পোস্টটি ইংরেজিতে পড়ুন Xiaomi Redmi 8A Dual Full Specifications
Leave a Reply