আসছে শাওমির নোট ৯ এবং নোট ৯ প্রো

বর্গা আকৃতির চারটি ক্যামেরা ছবি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাওমি জানিয়ে দিয়েছে ১২ মার্চ ভারতে লঞ্চ হতে পারে দুটি স্মাটফোন রেডমি নোট ৯ ও নোট ৯ প্রো । শাওমির ফোন গুলো ক্ষেত্রে দেখা যায় ভারতে লঞ্চ হওয়ার কয়েক মাস পর বাংলাদেশে লঞ্চ করা হয় । হয়তো এ ফোনটির ক্ষেত্রে এমনটি হবে । ইতি মধ্যে শাওমি লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ  দিতে শুরে করেছে ।

শাওমির নোট ৯ এর ডিজাইন এ এবার বেশ পরিবর্তন হয়েছে । ফোন দুটির পেছনে বর্গা আকৃতির চারটি ক্যামেরা থাকবে যা এর আগে স্যামস্যাং ও আইফোন দেখা গিয়েছিল ।

Android 10 অপারেটিং সিস্টেম ও Snapdragon 720G চিপসেট থাকছে এ  চিপসেট টি  একদম লেটেস্ট । এবার ৪৮ মেগাপিক্সেল এর জায়গায় ৬৪ মেগাপিক্সেল থাকছে ।