এক চার্জে চলবে দুই দিন । নোকিয়া ২.৩

নোকিয়া ২.৩ ছবি

নোকিয়া তাদের জনপ্রিয়তা হারানোর পর থেকে যেন কোন ভাবে মোবাইল বাজার টা ঠিক আগের অবস্থানে ফিরতে পারছে না । শাওমি , ভিভো, স্যামস্যাং, রিয়েলমি এদের সাথে বেশ প্রতিযোগিতা করতে হচ্ছে । এদের কে ঘায়েল করতে নোকিয়া ২.৩ তে এক চার্জে দুই ‍দিন চলবে বলে ঘোষণা দিয়েছে ।

নোকিয়া ২.৩ সর্ম্পূণ স্পেসিফিকেশন

অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ৯ থেকে  অ্যান্ড্রয়েড ১০ আপগ্রেড হবে । অ্যান্ড্রয়েড ওয়ান

নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি

চিপসেট: মিডেইটেক এমটি৬৭৬১ হেলিও এ২২ (১২এনএম)

প্রসেসর : কুয়াডকোর (২.০ গিগাহার্জ করটেএ্রক্র এ৫৩ )

জিপিউ:  পাওয়ারভিআর জিই ৮৩২০

্যাম: ২ গিগাবাইট

রম: ৩২ গিগাবাইট

মাক্রএসডি : ৪০০ গিগাবাইট

ডিসপ্লে: আইপিএস এলসিডি ৬.২” পিপিআই ২৭১, কালার ১৬এম

সেন্সর: প্রক্সিমিটি ,অ্যাক্সিলোমিটার,

ক্যামেরা: ব্যাক ১৩+২ মেগাপিক্সেল ।  ফ্যোন্ট ৫ মেগাপিক্সেল

ব্যাটারী: ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ।

বডি: ১৫৭.৭ * ৭৫.৪ * ৮.৭ মিলিমিটার

দাম: ১৩৯ ডলার

ফোনটি দেশ হিসাবে স্পেসিফিকেশন কিছু পরিবতন এবং দাম ও কিছু কমবেশি হতে পারে ।