আসছে ওয়ালটনের N সিরিজ এর র্স্মাটফোন
ওয়ালটন বর্তমানে বাংলাদেশে বেশ ভাল একটি জায়গা দখল করে নিয়েছে এমনকি ওয়ালটন এর ফোন যুক্তরাষ্ট পর্যন্ত যাচ্ছে । সেখানে নিশ্চয় বলা যায় ওয়ালটন ভাল করছে । কিছু দিন আগে ফোনটির কোম্পানি থেকে জানা যায় তারা N সিরিজ এর র্স্মাটফোন বাজারে আনতে চলেছে । তাদের ঘোষনা থেকে মনে হচ্ছিল বেশ চমক থাকবে হয়তো এ সিরিজের ফোন গুলোতে । কিন্তু বর্তমানে কোরনাভাইরস এর কারণে সব কিছু বন্ধ করেছে ।
ওয়ালটন এর বর্তমানে তিনটি ফোন আপকামিং লিস্টে আসছে ফোন গুলো হল Walton Primo N4, Walton Primo GH8, Walton Primo NH5, তবে এ ফোন গুলোর মধ্যে শুধু একটি ফোন N সিরিজের ।
Walton Primo N4 ফোনটির পেছনে থাকছে তিনটি ক্যামেরা ১৬+৮+২ এবং সেলফি তোলার জন্য থাকছে ১৩এমপি । ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ৩/৩২জিবি ও ৪/৬৪জিবি এবং ব্যাটারি হিসাবে থাকছে ৪০০০এমএএইচ ।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ৯.০ পাই তবে চিপসেট হিসাবে কি দেওয়া হয়েছে সেটা এখনো জানা যায়নি তবে ফোনটি বেশ ভাল সাড়া ফেলতে পারে বাজারে ।
Leave a Reply