বাংলাদেশে আসছে কম দামে ভাল ফোন রিয়েলমি সি৩
সাম্প্রতি রিয়েলমি শাওমি কে ঘায়েল করতে রিলিস করলো ফোন রিয়েলমি সি৩। কম দামে বেশ ভাল ফিচার দেওয়া হয়েচ্ছে স্মাটফোনটিতে । অপারেটিং সিস্টেমে হিসাবে এ মোবাইলে ১০ ব্যবহার করা হয়েছে এবং মিডটেক এর চিপসেট রয়েছে । ফোনটির বাজেট হিসাবে বেশ ভাল চিপসেট এছাড়া ফোনের পেছনে তিনটি ক্যামেরা রয়েছে ।
রিয়েলমি সি৩ স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: মিডেইটেক হেলিও জি৭০
প্রসেসর : অক্টাকোর ২.০গিগাহার্জ
সিম: ডুয়েল নেনো
র্যাম: ৩/৪গিগাবাইট
রম: ৩২/৬৪গিগাবাইট
মাক্রএসডি : ২৫৬গিগাবাইট
ডিসপ্লে: এলসিডি ৬.৫” পিপিআই ২৬৯ এবং গোরিলা গ্লাস
ক্যামেরা: ব্যাক ১২+২+২ মেগাপিক্সেল । ৫মেগাপিক্সেল
ব্যাটারী: ৫০০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার। রিভাস চাজিং
বডি: ১৬৪.৪০ * ৭৫.০ * ৮.৯৫মিলিমিটার
ওয়েট: ১৯৫গ্রাম
কালার :দুটি
দাম: ১০,৯৯০ টাকা
টেকনো সেরা চারটি স্মাটফোনের দাম কমছে ২০২০
রিয়েলমির ওয়েব সাইট এ দেখা যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে ভারতে পাওয়া যাবে । ২০১৯ সালে রিয়েলমি বাংলাদেশে অফিশিয়াল ভাবে যাত্রা শুরু করলেও তেমন ফোন বাংলাদেশে নিয়ে আসেনি ।তবে জনপ্রিয় দিক দিকে পিছিয়ে নেয় রিয়েলমি । আমরা আশা করি এ বছর হয়তো দেখাতে পাবো বেশ কিছু ফোন ।
Leave a Reply