কম দামে চলে এলো আইফোন এসই ২০২০
এক কামড় খাওয়া কোম্পানির ফোন ব্যবহার করার অনেকের শখ কিন্তু এ কোম্পানির ফোন গুলো দাম এত বেশি হয় যে সকলের ক্ষেত্রে ক্রয় করা সম্ভাব হয় না । তবে এবার মধ্যবিত্ত দের জন্য হাই-মিডরেন্জ আইফোন এসই ২০২০ আসছে বাজারে । সাম্প্রতি ফোনটি রিলিজ করা হয়েছে । Apple এর এটাই সবচাইতে সল্প দামের ফোন হতে চলেছে ।
ফোনটির ভেতরে এ১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে যা গত বছর ১১ সিরিজে ব্যবহার করা হয়েছে । তবে ফোনটির পেছনে মাত্র একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে । iPhone SE (2020) ফোনটির সেলফি ক্যামেরার জন্য ৭ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ।
আপনি ফোনটি তিনটি রং পাবেন কালো, সাদা ও লাল এছাড়া Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । ডিসপ্লে থাকছে HD IPS LCD ৪.৭০ ইন্সি তবে ফোনটির ব্যাটারি ও মেমোরি সম্পকে কোন তথ্য প্রকাশ করেনি । আগামী ২৪ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় শুরু হবে যা ৬৪জিবি ভেরিয়েন্টের ফোনটি কিনতে ৩৯৯ মার্কিন ডলার প্রয়োজন হবে ।
Leave a Reply