48MP ক্যামেরা নিয়ে হাজির টেকনোর Camon 15 সিরিজ
টেকনো বড় কোন ব্যান্ড নয় অনেক দামি কোন ফোন বাজারে নিয়ে আসে না । তবু বড় বড় ব্যান্ড যেমন স্যামস্যাং, ভিভো, শাওমি, অপো ইত্যাদি এ সকল কোম্পানি গুলোর সাথে প্রতিযোগিতায় বেশ ভাল ভাবে ব্যবসা করে যাচ্ছে তবে এর পেছনে বেশ কারণ ও রয়েছে । অল্প দামের মধ্যে অনেক কিছু দিয়ে থাকে র্স্মাটফোন গুলোতে এতে করে যাদের বাজেট কম তারা এ সব ফোন গুলো সহজে পছন্দ করে ফেলে । যেমন ১০ মে বাংলাদেশে রিলিস করতে যাচ্ছে Camon 15 সিরিজ । এ সিরিজের ফোন গুলোতে যে সব ফিচার দেওয়া হয়েছে সে সব ফিচার এর অন্য ব্যান্ড গুলো থেকে কিনতে গেলে আপনার ২ থেকে ৩ হাজার টাকা বেশি লাগতে পারে । আমার কাছে মনে হয় যাদের অল্প বাজেট তাদের জন্য টেকনো ভাল তবে চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে Camon 15 সিরিজে ।
টেকনো এ Camon 15 সিরিজ দুটি স্মার্টফোন নিয়ে আসছে ফোন দুটি হল Tecno Camon 15, Tecno Camon 15 Pro এ দুটির মধ্যে Pro তে পপ-আপ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটিতে পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল সহ চারটি ক্যামেরা ।
সব কয়টি ফোনে থাকছে Mediatek এর Helio P22 (12 nm) চিপসেট এবং Android 10 । এছাড়া ডিসপ্লে থাকছে ছোট একটি হোল-পান্স ।এবং ব্যাটারি থাকছে ৪০০০ মিলি এমপিয়ার সাথে থাকছে দ্রুত চাজিং সিস্টেম ।
ফোনগুলো সম্পকে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন Tecno
Leave a Reply