টেকনো সেরা চারটি স্মাটফোনের দাম কমছে ২০২০
টেকনো মোবাইল কম্পানির ২০১৯ সাল টি বেশ ভাল গিয়েছে । ২০১৯ এ টেকনো সেরা চারটি স্মাটফোনের নাম প্রকাশ করেছে যা তাদের সব চায়তে বেশি বিক্রয় হয়েছে । আর সেই ফোন গুলো ২০২০ সালে এসে দাম কমিয়ে দিয়েছে টেকনো । যে চারটি মোবাইল এর দাম কম করা হয়েছে সেগুলো হল , Tecno Camon 12 Air, Tecno Spark 4, Tecno Spark 4 Air এবং Tecno Spark Go.
টেকনোর এই ফোন গুলোর মধ্যে Tecno Camon 12 Air স্মাটফোনটি বেশি সাড়া ফেলেছে কারণ অল্প দামে ৬.৫৫ ইন্ছি ইন ডট ডিসপ্লে দিয়েছে এবং পেছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা। তবে দেখা যাক ফোন গুলোর সম্পকে বেশ কিছু তথ্য ।

Tecno Spark 4 Air ৪জিবি, /৬৪জিবি
ডিসপ্লে : ৬.৫৫ ইন্ছি, ইন ডট ডিসপ্লে
ক্যামেরা: ১৬+৫+২ এমপি । ৮ এমপি
পূর্বের দাম: ১৪,৯৯০ টাকা;
বতমান দাম: ১২,৯৯০ টাকা;
Tecno Spark 4 ৩জিবি, /৩২জিবি
ডিসপ্লে : ৬.৫২ ইন্ছি,
ক্যামেরা: AI Triple ১৩ এমপি । ৮ এমপি
পূর্বের দাম: ১১,৯৯০ টাকা;
বতমান দাম: ১০,৯৯০ টাকা;
Tecno Spark 4 Air ৩জিবি, /৩২জিবি
ডিসপ্লে : ৬.১ ইন্ছি,
ক্যামেরা: ১৩ +২ এমপি । ৫ এমপি
পূর্বের দাম: ১০,৪৯০ টাকা;
বতমান দাম: ৯,৪৯০ টাকা;
Tecno Spark 4 Go ১জিবি, /১৬জিবি
ডিসপ্লে : ৬.১ ইন্ছি,
ক্যামেরা: ৮ এমপি । ৫ এমপি
পূর্বের দাম: ৭,৪৯০ টাকা;
বতমান দাম: ৬,৯৯০ টাকা;
Tecno Spark 4 Go ২জিবি, /১৬জিবি
ডিসপ্লে : ৬.১ ইন্ছি,
ক্যামেরা: ৮ এমপি । ৫ এমপি
পূর্বের দাম: ৮,৯৯০ টাকা;
বতমান দাম: ৭,৬৯০ টাকা;
কোম্পানির এ ফোন গুলো বেশি সেল হওয়ার কারণে তারা ফোন চাটি বিগ সেল আফ দ্যা ইয়ার নাম দিয়ে অফার চালু করেছে । ২০১৯ সালে কথা উল্লেখ করেছে কোম্পানিটি তার মানে তাদের ২০১৯ সাল টি বেশ ভাল গিয়েছে । ফোনগুলোর দাম মানুষের হাতের নাগালে এবং ফোনে বেশি সুবিধা থাকায় মানুষ ফোন গুলো কেনার আগ্রহ প্রকাশ করেছে । আশা করা যায় টেকনো ২০২০ সালে আমাদের জন্য আরো ভাল ফোন নিয়ে আসবে ।
Leave a Reply