দাম কমলো শাওমির তিনটি ফোনের
নতুন বছর কে ঘিরে অনেক কম্পানি নানা রকম অফার দিয়ে থাকে প্রথ্যেক বছর। ঠিক তেমনি গ্রহক এর চাহিদা কে মাথায় রেখে ২০১৯ সালে দাম কমলো শাওমির তিনটি ফোনের। তবে চলুন দেখে আসি ফোন তিনটি র বিশেষ কিছু ফিচার।
শাওমি রেডমি ৬এ
শাওমির দেশীয় ফোন বলা হয় এ ফোনটি কে । ফোনটির দামও বেশ কম ।
ডিসপ্লে : ৫.৪৫ ” , র্রাম: ২ জিবি , রোম: ১৬ জিবি , ক্যামেরা: পেছন: ১৩এমপি সামনে: ৫এমপি
বতমান দাম: ৯,৪৯৯ টাকা;
পূর্বের দাম : ৯,৯৯৯ টাকা;
শাওমি রেডমি ৬
কম দামের বেশি রাম ও রোম রয়েছে এ ফোনটি তে।
ডিসপ্লে : ৫.৪৫ ” , র্রাম: ৩ জিবি , রোম: ৩২ জিবি , ক্যামেরা: পেছন: ডুয়েল ১২+৫এমপি , সামনে: ৫এমপি
বতমান দাম: ১১,৯৯৯ টাকা;
পূর্বের দাম : ১২,৯৯৯ টাকা;
এ ফোনটির ৩টি ফোন রয়েছে তবে ফোন গুলোর দাম মেমরি হিসাবে দাম কম বেশি আছে তাছাড়া ফোন ৩টি দেখতে একই রকম। তবে এখন যেটার কথা বলছি এটা দাম সব থেকে কম।
ডিসপ্লে : ৫.৮৪ ” , র্রাম: ৩ জিবি , রোম: ৩২ জিবি , ক্যামেরা: পেছন: ডুয়েল ১২+৫এমপি , সামনে: ৫এমপি
বতমান দাম: ১৪,৯৯৯ টাকা;
পূর্বের দাম : ১৫,৯৯৯ টাকা;
Leave a Reply