দুর্দান্ত চমক নিয়ে হাজির হল পকো X2 স্মাটফোন
কিছু দিন আগে শাওমির ছায়া থেকে বের হয়েছে পকো তবে শাওমি থেকে পকো কত টুকু আলাদা হয়েছে সেটা এখনো বুঝা যাচ্ছে না । তবে ভারতে পকো তাদের নিজেস্ব সাইট তৈরি করেছে । পকো X2 স্মাটফোন অনেক জল্পনা কল্পনার অবসান কাটিয়ে পকো তাদের ফোন বাজারে নিয়ে এল ।
তবে পকো X2 স্মাটফোন টি দেখতে শাওমির ডিসেম্বরে রিলিজ হওয়া রেডমি কে ৩০ মত দেখতে । সাম্প্রতি ফোনটি ভারতে রিলিজ হয়েছে তবে বাংলাদেশে কবে আসবে সে বেপারে এখনো জানা যায়নি ।
স্পেসিফিকেশন হিসাবে কি থাকছে পকো X2
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি (৮এনএম)
প্রসেসর : অক্টাকোর ২.২গিগাহার্জ
জিপিউ: অ্যান্ডরিনো ৬১৮
র্যাম: ৬/৮গিগাবাইট
রম: ৬৪/১২৮/২৫৬গিগাবাইট
মাক্রএসডি : ২৫৬গিগাবাইট
ডিসপ্লে: আপিএস হোল-পাঞ্চ ৬.৬৭” পিপিআই৩৮৬
সেন্সর:ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি , গায়রো,অ্যাক্সিলোমিটার,ই-কম্পাস
ক্যামেরা: ব্যাক ৬৪+৮+২+২মেগাপিক্সেল ,সনি সেন্সর । ডুয়েল ২০+২মেগাপিক্সেল
ব্যাটারী: ৪৫০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার।
বডি: ১৬৫.৩ * ৭৬.৬ * ৮.৮মিলিমিটার
ওয়েট: ২০৮গ্রাম
Leave a Reply