পহেলা বৈশাখে আসছে ওয়ানপ্লাস ৮ সিরিজ এর ফোন

ওয়ানপ্লাস ৮ সিরিজ Event

ওয়ানপ্লাস এর ফোন গুলো দেখা যায় বেশ চড়া দাম থাকে যা সবার পক্ষে ফোন গুলো ক্রয় করা সম্ভাব হয় না তবে এবার ওয়ানপ্লাস ৮ সিরিজ এ এখন পর্যন্ত দুটি ফোন নিয়ে আসছে । ফোন গুলো হল OnePlus 8, OnePlus 8 Pro। তবে এবারের ফোনগুলোতে ৫জি থাকছে এবং  Snapdragon 865 চিপসেট ব্যবহার করা হয়েছে ।

ওয়ানপ্লাস ৭ সিরিজের OnePlus 7, OnePlus 7T Pro যেমন দামে বিক্রয় হয়েছিল এবার ৮ সিরিজের ফোন গুলোর দাম বেশি হতে পারে কারণ ফোন গুলো কনফিগারেশ দিক দিয়ে বেশ পরিবর্তন করা হয়েছে ।

১৪ই এপ্রিল পহেলা বৈশাখে ফোনটি রিলিজ হওয়ার কথা রয়েছে তবে কোরনা ভাইরস এর কারণে ফোন গুলো কবে নাগাদ বাজারে পাওয়া যাবে সে দিক দিয়ে নিশ্চিত নয় ।

ফোন টিতে  30W ওয়ারলেস ফাস্ট চার্জিং ও স্কিন প্রটেকশন হিসাবে থাকবে করনিং গোরিলা গ্লাস ৬ এবং পেছনে থাকছে গোরিলা গ্লাস ৫। ফোনটির দাম সম্পকে বলতে গেলে প্রায় ৭৬,৬০০ টাকা থেকে ৭৬,৯০০ টাকা মধ্যে হতে পারে ।