পেছনে পাঁচটি ক্যামেরা থাকছে ওয়ালটন ফোনে
দেশি মুঠোফোন নির্মাতা ওয়ালটন এবার স্মাটফোনের পেছনে পাঁচটি ক্যামেরা থাকবে এমন ফোন নিয়ে আসছে এবং সামনের দিকে থাকবে একটি ক্যামেরা । ওয়ালটন কম্পানির পক্ষ থেকে এটাই প্রথম নজর কাড়া ফোন যা ক্রেতাদের মন জয় করতে পারে । ফোনটি নাম হল ওয়ালটন প্রিমো zx4 দেখতে বেশ চমৎকার লাগছে । এবার জেনে নেওয়া যাক কি থাকছে ফোনটিতে ।
LTPS টেকনোলজি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন ২৪০০*১০৮০ । ফোনটির স্কিন সাইজ ৬.৬৭ যার স্পেক্ট রেশিও ২০:৯ । যা ব্যবহারকারী বেশ ভাল ভাবে উপভোগ করতে পারবে গেম ও ভিডিও ।
ওয়ালটন প্রিমো zx4 ফোনটির মুল আকর্শন এর ক্যামেরায় যার পেছনে থাকছে ৬৪+৮+৫+২+২ এমপি । ৬৪এমপি যা মেইন সনি সেন্সর ব্যবহার করা হয়েছ এবং সামনে সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ৩২এমিপি । ৪কে রেজুলেজনে ভিডিও করা যাবে ।
ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮জিবি রোম এর সাথে আসছে এবং ফোনটির সাথে থাকছে মিডিয়াটেক এর পাওয়ার ফুল চিপসেট Helio G95 SoC যা একটি গেমিং প্রসেসর । এছাড়া ৪০০০মিলিএমপিয়ার ব্যাটারি থাকছে সাথে থকছে ১৮ওয়াট এর চাজার ।ফোনটির দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা ।
Leave a Reply