বাজারে আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফিচার ফোন

ফিচার ফোন অ্যান্ড্রয়েড

ফিচার ফোন অ্যান্ড্রয়েড অপারেটিং ভাবতে যেন কেমন লাগে ,যে বাটন ফোন  ও স্মার্ট । ফোন টি বাজারে নিয়ে আসছে জাপানি ইনফবার নামক একটি কোম্পানি। ফোনটি কোম্পানির ১৫ বছর পূরটি  উপলক্ষে বাজারে আনছে।

এ ফোন টি জনপ্রিয় হয়তে পারে বলে মনে করে হচ্ছে কারণ ।ইনফবার এর আগে যে ফোন টি বাজারে এনে ছিল সে গুলো বেশ সাড়া ফেলেছে।

চলুন দেখে আসছি ফোনটি তে কি কি থাকছে, ফোন টি নাম  Infobar XV, ৩.১ইঞ্ছি ডিসপ্লে এবং রেজুলেশন ৮০০*৪৮০, ক্যামেরা ৮ মেগাপিস্কেল, এলটিই কানেক্টিভিটি, ১৫০০ এম্পিয়ার ব্যাটারি।

ফোনটি বাজারে আসবে অক্টবর এ ,তবে ফোনটি শুধু জাপানের বাজারে মুক্ত করা হবে।

Credit: The Verge