বিক্রয় শুরু হয়েছে শাওমি রেডমি ৬ প্রো

শাওমি রেডমি ৬ প্রো

Credit: digit.in

শাওমি রেডমি ৬ সিরিজের তিনটি  স্মার্টফোন রয়েছে। তার মধ্যে রেডমি ৬ প্রো আজ ভারতের বাজারে যাত্রা শুরু করেছে । ফোনটি তে রয়েছে দারুন ফিচার এবং দারুন ডিসপ্লে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, স্মার্টফোনটিকে  যেভাবে ঝাজানো  হয়েছে।রেডমি ৬ প্রো একটি অ্যালুমিনিয়াম নির্মিত নকশা বৈশিষ্ট্য এবং একটি পিছন-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সঙ্গে সজ্জিত। ৫.৮৪  ইঞ্চি ফুল HD + স্ক্রীন এবং ১৯:৯ রেশিও  ডিসপ্লে ।

ক্যামেরা : ১২ এমপি পেছনে এবং ৫ এমপি সামনে।

ব্যাটারী:  ৪০০০ এমপির ১৬.৫  ঘণ্টার ভিডিও প্লেব্যাক পর্যন্ত প্রদান করতে পারে।

যাম: ৩ জিবি  / ৪ জিবি

রোম: ৩২ জিবি  / ৬৪ জিবি

ভারতী রুপিতে দাম

১0,৯৯৯ রুপি এবং ১২,৯৯৯ রুপি

Related Post

2 responses to “বিক্রয় শুরু হয়েছে শাওমি রেডমি ৬ প্রো”

  1. NU NAJIM UDDIN says:

    BANGLADASE KOHON BIKROY SORO HOBE

  2. admin says:

    Aro kisu din opeka korte hobe Bangladesh a ekane deke nite paren
    https://mobilebrink.com/xiaomi-redmi-6-pro/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *