বেশ চমক থাকছে নোকিয়া ৬৩০০ ৪জি ফোনে

নোকিয়া ৬৩০০ ৪জি ছবি

নোকিয়া সাম্প্রতি বাংলাদেশে দুটি বাটন ফোন নিয়ে এসেছে দুটি ফোনে থাকছে ৪জি নেটওয়াক এর সুবিধা । ফোন দুটি হল নোকিয়া ৬৩০০ ৪জি ও নোকিয়া ২২৫ ৪জি । তবে আমার এখন আপনাদের ৬৩০০ ৪জি ফোনটির ফিচার সম্পকে জানাবো।

ফোনটির ফিচার আমার কাছে বেশ ভাল লেগেছে । এখন সবার কাছে স্মাটফোন থাকলেও অনেকে চাহিদা এখনো এ ছোট বাটন ফোনের দিকে রয়েছে ব্যবহার ও বহন এর সুবিধার জন্য ।

নোকিয়া ৬৩০০ ৪জি ফোনটিতে থাকছে ২.৪ ইন্ছি টিএফটি স্কিন ও কালার ১৬ এম। চিপসেট হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে  Qualcomm  Snapdragon  210. এছাড়া গ্রাফ্রিক্স এর জন্য রয়েছে Adreno 304 যা ফোনটি খুব সুন্দর ভাবে চলতে সাহায্য করবে ।

এছাড়া প্রসেসর থাকছে Quad-core 1.1 GHz Cortex-A7 যা বেশ ভাল হবে ব্যবহার কারীর জন্য এবং র‌্যাম ৫১২এমবি ও ৪জিবি রোম । বাটন ফোনে এমন সুবিধা ভাবা যায় এছাড়া আপনি ৩২জিবি কাড মেমোরি ব্যবহার করতে পারবেন।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে KaiOS । ব্যাটারি তে থাকছে Lithium-ion 1500 mAh এছাড়া ফেসবুক, ইউটিউব, গুগোল ম্যাপ, গুগোল এসিস্টান ব্যবহারর সুবিধা । ফোনটি বাংলাদেশে দাম রাখা হয়েছে   ৫২৯৯/- টাকা।

সম্পূণ তথ্য ইংরেজীতে দেখুন Nokia 6300 4G Full Specifications