ভারতে স্মার্টফোনের দাম বাড়াল বেশ কিছু কোম্পানি

ভারতে স্মার্টফোনের দাম ছবি

যেখানে করোনাভাইরাসের কারণে কোন মোবাইল কোম্পানি ব্যাবসা করতে পারছে না সেখানে বাড়ছে ফোনের দাম । জিএসটি বৃদ্ধি পাওয়র কারণে ভারতে স্মার্টফোনের দাম বাড়িয়েছে বলে জানা গেছে । আগে দেশটির জিএসটি ছিল মাত্র ১২% সেটা বৃদ্ধি পেয়ে ১৮% করা হয়েছে ফলে Xiaomi, Apple, Realme সবাই ফোনের দাম বাড়িয়ে দিয়েছে । কারণ তাদের দাম বৃদ্ধি করা ছাড়া অন্য কোন উপায় নেই ।

তবে  স্মার্টফোনের দাম এ ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশ ও ভারতে মধ্যে ফোনের দামের যে পার্থক ছিল সেটা অনেকটা কমে আসবে। কারণ বাংলাদেশে উৎপাদন হওয়া Realme, Symphony, Samsung, Tecno ও অন্যন্য কোম্পানি ভ্যাট দেয় ১৭% সেদিক দিয়ে ১% কম আছে ভারত এর চায়তে । যে কারণে দামের বৈসাম্য হয়তো কিছু টা কম দেখা যেতে পারে ।

ভারতে কিছু ফোনের দাম যেমন বেড়েছে । রিয়েলমির নতুন দুটি স্মাটফোন Realme 6 Realme 6 Pro এর দাম ১০০০ টাকা বেশি দিয়ে এখন থেকে কিনতে হবে । আবার Poco X2 এর দাম ও ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে । তবে ফোন গুলোর ভেরিয়েন্ট হিসাবে দামের পার্থক আছে ।