পান্স হোল ডিসপ্লে সহ আসছে ভিভো ওয়াই৩০

ভিভো ওয়াই৩০ বাংলাদেশ

ভিভো নিয়ে আসছে দারুন ডিজাইন এর একটি স্মাটফোন যা ৬.৪৭ইন্চি পান্স হোল ডিসপ্লে তবে ফোনটিতে নাই ফুল এইস ডি প্লাস ডিসপ্লে । ফোনটির পেছনে থাকছে চারটি ক্যামেরা সেটআপ ১৩+৮+২+২ এবং সামনে থাকছে ৮এমপি সেলফি ক্যামেরা এবং চিপসেট দেওয়া হয়েছে Mediatek Helio P35 (12 nm) । প্রথমে স্মাটফোনটির একটি ভেরিয়েন্ট আসছে যা ৪জিমি র‌্যাম ও ৬৪জিবি রোম এবং ব্যাটারিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার সাথে থাকছে  দ্রুত র্চাজ সিস্টেম ।

ফোটি প্রসেসর থাকছে অক্টাকোর ২.০০ গিগাহার্জ এবং অপারেটিং সিস্টেম থাকছে নতুন ভারশন অ্যান্ড্রয়েড ১০ যা চলবে ফানটাচ ১০ এর সাথে । স্মাটফোনটি দুটি রং এ পাওয়া যাবে এমবারলেড ব্লাক ও মনোস্টোর হোয়িট। ফোনটি ওজন এর দিক দিয়ে বেশ ভারি রয়েছে ১৯৭গ্রাম ও বেশ মোটাও হবে ফোনটি যার ৯.১এমএম । ফোনটির দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা ।