পান্স হোল ডিসপ্লে সহ আসছে ভিভো ওয়াই৩০
ভিভো নিয়ে আসছে দারুন ডিজাইন এর একটি স্মাটফোন যা ৬.৪৭ইন্চি পান্স হোল ডিসপ্লে তবে ফোনটিতে নাই ফুল এইস ডি প্লাস ডিসপ্লে । ফোনটির পেছনে থাকছে চারটি ক্যামেরা সেটআপ ১৩+৮+২+২ এবং সামনে থাকছে ৮এমপি সেলফি ক্যামেরা এবং চিপসেট দেওয়া হয়েছে Mediatek Helio P35 (12 nm) । প্রথমে স্মাটফোনটির একটি ভেরিয়েন্ট আসছে যা ৪জিমি র্যাম ও ৬৪জিবি রোম এবং ব্যাটারিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার সাথে থাকছে দ্রুত র্চাজ সিস্টেম ।
ফোটি প্রসেসর থাকছে অক্টাকোর ২.০০ গিগাহার্জ এবং অপারেটিং সিস্টেম থাকছে নতুন ভারশন অ্যান্ড্রয়েড ১০ যা চলবে ফানটাচ ১০ এর সাথে । স্মাটফোনটি দুটি রং এ পাওয়া যাবে এমবারলেড ব্লাক ও মনোস্টোর হোয়িট। ফোনটি ওজন এর দিক দিয়ে বেশ ভারি রয়েছে ১৯৭গ্রাম ও বেশ মোটাও হবে ফোনটি যার ৯.১এমএম । ফোনটির দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা ।
Leave a Reply