ভিভো ভি১৯ দাম বাংলাদেশ
ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা নিয়ে আসছে ভিভো ভি১৯ । সেলছি ক্যামেরা দুটি ৩২ মেগাপিক্সেল ও ৪ মেগাপিক্সেলের এছাড়া পেছনে থাকছে চারটি ক্যামেরা যার মেন ক্যামেরা ৪৮মেগাপিক্সেল । এবং সুপার নাইট মুড ফটোগ্রাফি যুক্ত করা হয়েছে অন্ধকারেও বেশ সুন্দর ছবি তোলা যাবে।
স্মাটফোনটির ডিজাইন এর দিক দিয়ে বেশ চমৎকার হয়েছে ।ফোনটি আগামী এপ্রিল এ বাজারে পাওয়া যেতে পারে । বর্তমানে করোনার প্রভাবে সব কিছু এলমেলো ভাবে যাচ্ছে।
ভিভো ভি১৯ সম্পূর্ণ স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন
প্রসেসর : অক্টাকোর ২.৩গিগাহার্জ
জিপিউ: অ্যান্ডরিনো ৬১৬
র্যাম: ৮গিগাবাইট
রম: ১২৮গিগাবাইট
মাক্রএসডি : ২৫৬জিবি
ডিসপ্লে: সুপার এমলেড ৬.৪৪” পিপিআই৪০৯,রেজুলেশন ফুল এইসডি ১০৮০*২৪০০
ক্যামেরা: ব্যাক ৪৮+৮+২+২ মেগাপিক্সেল, সুপার নাইট মুড । ৩২+৪ মেগাপিক্সেল
ব্যাটারী: ৪৫০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার। ৩৩ওয়াট ফাস্ট চারজিং
বডি: ১৫৯.৬ * ৭৫ * ৮.৫মিলিমিটার
ওয়েট: ১৮৬.৫গ্রাম
দাম : এখনো প্রকাশ হয়নি
Leave a Reply