মাত্র ১৫ মিনিটে চার্জ হবে ১০০%

মাত্র ১৫ মিনিটে চার্জ হবে ১০০%

স্মাটফোনের চার্জ নিয়ে আর দুচিন্তা নয় এবার নিমিষে ১০০% চার্জ করবে শাওমির চারজিং সিস্টেম । দেশের বাজারে শাওমি মুক্ত করলো শাওমি ১১আই হাইপারচার্জর ৫জি । যেখানে সম্পূর্ণ চার্জ করার জন্য ১২০ডাব্ল ব্যবহার করা হয়েছে যা ৪৫০০ এমএএইচ ব্যাটারি মাত্র ১৫ মিনিটে চার্জ হবে ১০০% ।

ফোনটির ডিসপ্লে থাকছে ৬.৫৫ ইন্ছি ফুল এইচডি এমলোড এবং ১২০ রিফ্রেশ রেট, ব্রাটনেচ এর জন্য রয়েছে সর্বউচ্চ ১২০০ নিটচ পর্যন্ত যা আপনি ‍দিনের আলোতে ফোনটি খুব ভাল ভাবে ব্যবহার করতে পারবেন । ডিসপ্লে প্রটেকশন এর জন্য দেওয়া হয়েছে গরিলা ৫ ।

চিপসেট হিসাবে  স্মাটফোনটিতে ব্যবহর করা হয়েছে মিডিয়াটেক এর ডামেনসিটি ৯২০ ৫জি যা একটি ৫নেনোমিটারি তৈরি । ফোনটি দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে ৬/৮জিবি র্রাম ও রোম ১২৮/২৫৬ জিবি ।

ফোনটির দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯/-৪২,৯৯৯/- টাকা ।