বাংলাদেশে প্রথম রিয়েলমি সি১৭

রিয়েলমি সি১৭ গে্লাবাল

রিয়েলমির মিডলেবেলের প্রথম স্মাটফোন রিয়েলমি সি১৭ আসছে বাংলাদেশের বাজারে । এ স্মাটফোনটি বিশ্বের কোন দেশে রিলিস দেওয়া হয়নি । এ প্রথম গ্লোবালি বাংলাদেশে আসছে । মোবাইল ফোন কোম্পানি গুলো আমাদের দেশের বাজারের দিকে যে নজর দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে ।

স্মাটফোনটি যেহেতু মিডলেবেলের বাজেট এর ফোন হবে । ফোনটিতে থাকছে  90Hz রিফ্রেস রেট যা কম দামে নিশ্চয় ভাল কিছু হবে তবে ফোনটির দাম কেমন হবে সেটা দেখার বিষয় । যেহেতু মিডলেবেল বলা হচ্ছে সেহেতু দাম টা হয়তো কম হবে ।

ডিসপ্লেতে থাকছে নতুন ডিজাইন পান্স-হোল IPS LCD ৬.৫ইন্ছি এবং রেজুলেশন ৭২০*১৬০০ তবে ফুল ইচডি প্লাস ডিসপ্লে থাকছে না । চিপসেট রয়েছে Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm) যা অনেক পুরানো ও এন্ট্রি লেবেলের প্রসেসর ।

ফোনটি গেমের জন্য কত ভাল হবে সে বিষয় এখন বলা যাচ্ছে না কিছু দিন পর হয়তো জানা যাবে । প্রত্যেক টি ফোনের ভাল ও খারাপ দুটো দিক থাকে ।

ক্যামেরা থাকছে পেছনে চারটি ১৩+৮+২+২ এবং সামনে ৮ এমপি । এবং ব্যাটারি থাকছে
Li-Po 5000 mAh যা সাথে থাকছে Fast charging 18W যা ফোন চাজের জন্য দ্রুত কাজ করবে এছাড়া থাকছে টাইপ সি পোট ।