ভালবাসা দিবসে আসছে রিয়েলমি ৯আই
আসছে রিয়েলমির নতুন স্মাটফোন জানা গিয়েছে আসছে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে বাংলাদেশের বাজারে মুক্ত করা হবে রিয়েলমি ৯আই । ফোনটিতে এবার বেশ চমক রয়েছে । তবে ফোনটি বাজারে আসার পর ব্যবহার করলে বলা যাবে কেমন হবে । তবে ফোনটির তথ্য মতে মনে হচ্ছে ভাল হতে পারে ।
রিয়েলমি ৯আই এর ডিসপ্লেতে থাকছে ফুল এইসডি রেজুলেশন এবং ৯০এইসজেড রিফ্রেসরেট । এর প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮০ এবং রাম ৪/৬ জিবি তবে আপনি র্াম বাড়ি নিতে পারবেন ১১জিবি পর্যন্ত ।
স্মাটফোনটির ক্যামেরায় পেছনে থাকছে প্রধান ৫০এমপি এবং সেলফিতে থাকছে ১৬এমপি। ৫০০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি যা ৩৩ওয়াট ফাস্ট চারজিং করা যাবে । দুটি সিম কাড এর পাশাপাশি ব্যাবহার করা যাবে কাড মেমোরি ।
Leave a Reply