রেডমি এস ২ নামে নতুন ফোন নিয়ে আসছে শাওমি’
Credit: digit.in
রেডমি এস ২
রেডমি এস ২ ফোন টি জুন এর ৭ তারিখ ভারত এ বাজারে দেখা যাবে বলে জানা গেছে ।রেডমি এস ২ ফোনটি মূলত সেলফি ফোন । এ ফোন টি প্রথম চীন এর বাজার উন্মুক্ত করা হয় ছিল এবং সেখানে ফোন টি সফলতা পেয়েছে।
তবে চলুন দেখে আসি নতুন এ শাওমি রেডমি এস ২ তে কি থাকছে।
ডিসপ্লে
৫,৯৯ ইঞ্চি ইচডি ডিসপ্লে, রেজুলেশন ১৪৪০*৭২০পি
ক্যামেরা
প্রইমারি ক্যামেরা ১২ +৫ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা ১৬এপি
এন্ড্রেড ভার্সন ৮,১ অরিও,
কুয়ালকম সানাপড্রা্ন ৬২৫ ওকটা- কোর প্রসেসর
মেমরি ২৫৬ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
ব্যাটারি
৩০৩৮ এম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোন টিতে
Leave a Reply