রেডমি নোট ৭ এর প্রধান আকর্ষণ আসলে কি দেখুন

রেডমি নোট ৭ ছবি

রেডমি নোট ৭ এর প্রধান আকর্ষণ কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এর ক্যামেরর কথা কারণ এতে ৪৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এর সাথে ৫ মেগাপিক্সেল ।  6.3 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে থাকছে ফোটিতে । ফোটির রাম ও রোমের উপর বেজ করে দাম রাখা হয়েছে । তবে যে ফোটির রাম ৩ জিবি ও ৩২জিবি রোম রয়েছে সে ফোটি বাংলাদেশে ১৬-১৭ হাজার টাকার মধ্য হতে পারে ।


রেডমি নোট ৭ কে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এর স্কিন ও বডিতে

শাওমির প্রধান কে দেখা গেছে নোট ৭ ফোনটি একটি জারে ভেতরে রেখে সিড়ি থেকে নিচে ফেলে দিয়েছে কিন্তু ফোনের কিছু হয়নি। আখরোট নামক বাদাম কে টেবিলের উপর রেখে নোট ৭ দিয়ে গুড়িয়ে দেওয়ার ভিডিও দেখা গেছে। রেডমির সিইও লু ওয়েইবিং নোট ৭ মোবাইল কে চপিং বোর্ড হিসাবে ব্যবহার করে একের পর এক কিউই, কলা, ও আপেল  ফল কাটতে দেখা গেছে কিন্তু ফোটির স্কিন এ কোন সমস্যা হয় নি । এছাড়া ও এক ভদ্র লোকে স্কাটিং এর সাথে রেডমি নোট ৭ লাগিয়ে হাটতে দেখা গেছে ।

তবে বুঝতে পারছেন ফোনটি কেমন হবে ।ফোনটি শুধু এখন চিনের বাজারে মুক্ত করা হয়েছে বাংলাদেশ ও ভারতের জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।

ছবি সংগ্রহ: xiaomi-mi.co.uk

Related Post

One response to “রেডমি নোট ৭ এর প্রধান আকর্ষণ আসলে কি দেখুন”

  1. sagor pall says:

    Really this is very good phone in our country and it’s a most attractive to phone cause all sites from good….exmp.. prize , good looking, well body etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *