শাওমি থেকে আলাদা হয়ে যাচ্ছে পকো ফোন
শাওমির সাব ব্যান্ড হিসাবে প্রথম যাত্রা শুরু করে ছিল পকো ফোন। ২০১৮ সালে তাদের একটি ফোন বাজারে ছেড়ে ছিল। কিন্তু তাদের এই একটি মাত্র ফোন Poco F1 সারা বিশ্বের গ্রাহকের মন জয় করে নিয়েছিল ।
ভারতের শাওমির প্রধান মনু কুমার জৈন এর টুটারে জানিয়েছেন, শাওমি থেকে আলাদা ব্যান্ড হয়ে আত্নপ্রকাশ করতে চলেছে পকো । ২০১৮ সালে প্রকাশ হওয়া Poco F1 এর পর আর কোন ফোন পকো বাজারে ছাড়েনি । তবে শোনা যাচ্ছে খুব দ্রুত Poco F2 বাজারে আনতে চলেছে ।

শাওমি থেকে জানানো হয়েছে যে পকো এবার থেকে নিজারা মাকেটিং শুরু করবে নতুন ভাবে এবং তারা সাব ব্যান্ড হিসাবে অল্প সময়ের মধ্যে যেভাবে সুনাম করেছে । তাতে এখন পকোকে তাদের নিজেদের মত করে এগিয়ে যাওয়ার সময় চলে এসেছে । পকো ফোনের আগে শাওমি থেকে রেডমি আলাদা হয়ে আত্মপ্রকাশ করেছিল গত বছর।
Leave a Reply