বাংলাদেশে লঞ্চ হল রেডমি নোট ৯ স্মাটফোন
রেডমি নোট ৯ ফোনটি নিয়ে ধোয়াসা ছিল । শাওমি নোট ৯ সিরিজের প্রথম দুটি স্মাটফোন নিয়ে এসেছিল ভারতের বাজারে ফোন দুটি হল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max । এবার সবাই ভেবে নিয়ে ছিল হয়তো Redmi Note 9 আসবে কিন্তু না আবার তার কিছু দিন পর নোট ৯ সিরিজের আর একটি ফোন নিয়ে আসে Redmi Note 9S যা মালয়েশিয়া লঞ্চ করা হয় । শেষ এবার গ্লোবাল শাওমির রেডমি নোট ৯ লঞ্চ হল । এটা দিয়ে মোট চারটি ফোন লঞ্চ করলো নোট ৯ সিরিজ এর।
যখন ফোনটির লঞ্চ ইভেন্ট দেখছিলাম তখন তারা ফোনটি তে গেম এর জন্য বেশ ভাল হবে বলে জানিয়ে দিল । আপনি ফোনটিতে টানা ১১ ঘন্টা গেমিং করতে পারবেন এবং সেটা যদি প্রতিদিন খেলেন তবে ও সমস্যা হবে না । তখন আমার কাছে মনে হল ফোনটি হয়তো মিড বাজাটে বেশ ভাল একটা গেমিং ফোন হতে চলেছে । তবে স্মাটফোনটিতে MediaTek Helio G85 চিপসেট ব্যবহার করা হয়েছে । হয়তো অনেকে MediaTek এর চিপসেট ব্যবহার এর কারণে নাক সিট-কাবেন । তবে আপনি হয় তো জানেন যে MediaTek গেমিং বেশ ভাল প্রসেসর দিয়ে থাকে আশা করছি এটাও খারাপ হবে না ।
শাওমি রেডমি নোট ৯ দাম ও স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: মিডেইটেক হেলিও জি৮৫ (১২ এনএম)
প্রসেসর : অক্টাকোর ২.০০গিগাহার্জ
জিপিউ: মেলি জি৫২ এমসি২
র্যাম: ৩/৪গিগাবাইট
রম: ৬৪/১২৮গিগাবাইট
ডিসপ্লে: হোল-পাঞ্চ ৬.৫৩” পিপিআই ৩৯৫,গোলিলা গ্লাস ৫.
ক্যামেরা: ব্যাক ৪৮+৮+২+২মেগাপিক্সেল । ইন ডিসপ্লে ১৩ মেগাপিক্সেল
ব্যাটারী: পাওয়ার ফুল ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার
বডি: ১৬২.৩ * ৭৭.২ * ৮.৯মিলিমিটার
ওয়েট: ১৯৯ গ্রাম
দাম : ১৯,৯৯৯ টাকা
Leave a Reply