কম দামে লঞ্চ হল শাওমি রেডমি ৯এ
শাওমি কে এ বছর দেখা যাচ্ছে তাদের প্রায় সকল ফোনে মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করছে । শাওমি রেডমি ৯এ এর ক্ষেত্রে দেখা গেছে মিডিয়াটেকের জি সিরিজের গেমিং প্রসেসর ব্যবহার করতে । তবে জানা গেছে এ ফোনটি নাকি এন্ট্রি লেবেল গেমিং ফোন হবে যাদের বাজেট কম তাদের জন্য ভাল হবে ।
MediaTek Helio G25 এ প্রসেসর দিয়ে শাওমি প্রথম ফোন বাজারে নিয়ে আসলো । ১৩ এমপি এর একটি ক্যামেরা থাকছে পেছনে এবং ব্যাটারি থাকছে ৫০০০মিলিএমপিয়ারে। তবে এবার Redmi 9A এর পাশাপাশি Redmi 9C নামে আরো একটি স্মাটফোন বাজারে আসছে।রেডমি ৯সি প্রসেসর থাকছে MediaTek Helio G35 যা রেডমি ৯এ এর চায়তে একটু বেশি ভাল ।
রেডমি ৯এ স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি
চিপসেট: মিডেইটেক হেলিও জি২৫
প্রসেসর : অক্টাকোর ২.০০ গিগাহার্জ
র্যাম: ২/৩গিগাবাইট
রম: ৩২গিগাবাইট
ডিসপ্লে: নচ ৬.৫৩” পিপিআই ৩৬৯
ক্যামেরা: ব্যাক ১৩মেগাপিক্সেল । ৫ মেগাপিক্সেল
ব্যাটারী: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার
বডি: ১৬৪.৯ * ৭৭.০৭ * ৯মিলিমিটার
ওয়েট: ১৯৪ গ্রাম
দাম: ৯,৯৯৯ টাকা
Leave a Reply