দাম কমেছে শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনের
শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনটি প্রথম বিশ্ব বাজারে আসে ২০২১ সালের অক্টবার মাসে এর কিছু দিন পর দেখা যায় বাংলাদেশর বাজারে । প্রথম দিকে ফোনটির দাম বেশি থাকলেও কিছু দিনের মধ্যে স্মাটফোনটির দাম কমিয়ে দেয় । ফোনটি তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যায় ৬/১২৮জিবি, ৮/১২৮জিবি, ৮/২৫৬জিবি যার বর্তমান দাম যথাক্রমে ৩৫,৯৯৯/- টাকা, ৪০,৯৯৯/- টাকা, ৪৩,৯৯৯/- টাকা ।
স্মাটফোনটির পূর্বে দাম ছিল ৩৯,৯৯৯/- টাকা, ৪০,৯৯৯/- টাকা, ৪৩,৯৯৯/- টাকা । এ ফোনটি ছাড়াও শাওমির আরো দুটি স্মাটফোনের দাম কমেছে ফোন দুটি হল Xiaomi Redmi Note 10S, Xiaomi Redmi 9A আপনি চা্ইলে ফোন দুটি দেখতে পারেন । চলুন এবার শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনটির স্পেসিফিকেশন দেখে আসি ।
সম্পূর্ন স্পেসিফিকেশন
অপারেটিংসিস্টেম : অ্যান্ড্রয়েড ১১
নেটওয়ার্ক: ২জি,৩জি,৪জি,৫জি
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি (৬এনএম)
প্রসেসর : অক্টাকোর ২.৪ গিগাহার্জ
জিপিউ: অ্যান্ডরিনো ৬৪২এল
র্যাম: ৬/৮গিগাবাইট
রম:১২৮/২৫৬গিগাবাইট
ডিসপ্লে: এমলেড ৬.৫৫” পিপিআই৪০২,রেজুলেশন ফুল এইসডি ১০৮০*২৪০০, ৯০এইসজেড রিফ্রেসরেট
ক্যামেরা: ব্যাক ৬৪+৮+৫ মেগাপিক্সেল । ২০ মেগাপিক্সেল
ব্যাটারী: ৪২৫০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার। ৩৩ওয়াট ফাস্ট চারজিং
বডি: ১৬০.৫ * ৭৫.৭ * ৬.৮মিলিমিটার
ওয়েট: ১৫৮গ্রাম
সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Leave a Reply