দাম কমেছে শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনের

শাওমি ১১ লাইট ৫জি এনই ছবি

শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনটি প্রথম বিশ্ব বাজারে আসে ২০২১ সালের অক্টবার মাসে এর কিছু দিন পর দেখা যায় বাংলাদেশর বাজারে । প্রথম দিকে ফোনটির দাম বেশি থাকলেও কিছু দিনের মধ্যে স্মাটফোনটির দাম কমিয়ে দেয় । ফোনটি তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যায় ৬/১২৮জিবি, ৮/১২৮জিবি, ৮/২৫৬জিবি যার বর্তমান দাম যথাক্রমে ৩৫,৯৯৯/- টাকা, ৪০,৯৯৯/- টাকা, ৪৩,৯৯৯/- টাকা ।

স্মাটফোনটির পূর্বে দাম ছিল ৩৯,৯৯৯/- টাকা, ৪০,৯৯৯/- টাকা, ৪৩,৯৯৯/- টাকা । এ ফোনটি ছাড়াও শাওমির আরো দুটি স্মাটফোনের দাম কমেছে ফোন দুটি হল  Xiaomi Redmi Note 10S, Xiaomi Redmi 9A আপনি চা্ইলে ফোন দুটি দেখতে পারেন । চলুন এবার শাওমি ১১ লাইট ৫জি এনই ফোনটির স্পেসিফিকেশন দেখে আসি ।

সম্পূর্ন স্পেসিফিকেশন

অপারেটিংসিস্টেম : অ্যান্ড্রয়েড ১১

নেটওয়ার্ক২জি,৩জি,৪জি,৫জি

চিপসেটকোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি (৬এনএম)

প্রসেসর : অক্টাকোর ২.৪ গিগাহার্জ

জিপি:  অ্যান্ডরিনো ৬৪২এল

্যাম৬/গিগাবাইট

:১২৮/২৫৬গিগাবাইট

ডিসপ্লএমলেড .৫৫” পিপিআই৪০২,রেজুলেশন ফুল এইসডি ১০৮০*২৪০০, ৯০এইসজেড রিফ্রেসরেট

ক্যামেরব্যাক ৬৪+৮+৫ মেগাপিক্সেল  ২০ মেগাপিক্সেল

ব্যাটার ৪২৫০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার। ৩৩ওয়াট ফাস্ট চারজিং

বডি৬০. * ৫.৭ * .মিলিমিটার

ওয়েট১৫৮গ্রাম

 সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর