শীঘ্রই আসছে ডুয়েল সিম সাপোটেট নতুন আইফোন

নতুন আইফোনে ডুয়াল সিম কার্ড সমর্থন করবে। যা ব্যবহারকারী গণ অনেক দিন থেকে আসা করছিল। 6 সেপ্টেম্বর চীন মোবাইল এর ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবি অনুযায়ী ধারণা করা হচেছ ছবি তে অ্যাপল ডিভাইসে ডুয়াল সিম কার্ড ট্রে এর লিক দেখা যাচেছ। এছাড়া একটি অ্যাপল (ফল) এর দুটি সিম কার্ডের মধ্যে পিন করা রয়েছে।

Credit: The verge

চীন টেলিকম লিক এবং চীনের মোবাইল ফেসবুক পোস্ট উভয়ই এই আইনে বলেছে যে আইফোনের ডুয়েল সিম কার্ড চীনের বাজারে লক্ষ্য করা যাবে, যেখানে অ্যাপল এর ফোন বিক্রয় হুয়াওয়ে এবং অপপো মত ঘরোয়া প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পতাকাঙ্কিত করছে।

Credit: The verge