শীঘ্রই Android 10 আসছে Redmi Note 7 এবং Redmi Note 7 Pro ফোনে

শীঘ্রই Android 10 আসছে

Redmi Note 7 এবং Redmi Note 7 Pro যারা ব্যবহার করছেন তারা হয় তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে খুব শীঘ্রই  Android 10 আসছে যাচ্ছে আপনাদের ফোনে । তবে আপনি কবে পাবেন সেই আপডেট সেই বেপারে আমরা কথা বলব ।

ইতি মধ্যে আপনি হয়তো   Xiaomi MIUI 11 আপডেট পেয়েছেন । সম্প্রতি Xiaomi তাদের MIUI ফোরামে  Redmi Note 7 এবং Redmi Note 7 Pro ফোন দুটিতে  Android 10 আপডেট পাঠানোর ঘোষণা দিয়েছে । আগামী ২-৩ সপ্তাহের মধ্যে Android 10 ক্লোজড বিটা আপডেট দিতে  শুরু করবে বলে জানা গেছে। রেডমি নোট ৭ এর জনপ্রিয়তা যেন পিছু ছাড়ছে না ।

শীঘ্রই Android 10 আসছে

শাওমির এই দুটি ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে । দুটি ফোনের ডিসপ্লে ৬.৩ ইঞ্চি Full HD+ এছাড়া শক্তিশালী Snapdragon 660 এবং Snapdragon 675 চিপসেট রয়েছে । প্রাইমারি ক্যামেরায় রাখা হয়েছে ডুয়েল 48 মেগাপিক্সেল ।