সাতটি ক্যামেরার ফোন নিয়ে আসছে হুওয়ায়ে

সাতটি ক্যামেরার হুওয়ায়ে

২০১৯ সালে সেরা ফোনের তালিকায় ক্যামেরা জন্য সেরা স্থান দখল করেছিল হুওয়ায়ে । এ বছর ২০২০ সালের র্মাচ মাসের ‍দিকে সাতটি ক্যামেরার ফোন আনতে চলছে বলে ধারণা করা যাচ্ছে । আর এই ফোনটি হল Huawei P40 Pro । ফোটির পেছনে ৫টি ও সামনে ২ ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে।

তকে চলুন ক্যামেরা ছাড়া ফোটিতে আর কি থাকতে পারে জেনে নেওয়া যাক । এবার হুওয়ার এ ফোটিতে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম HarmonyOS থাকতে পারে । Android অপারেটিং সিস্টেম  যখন গুগোল নিষিদ্ধ করে ছিল তখন আমরা জানতে পেরেছি লাম যে তাদের অপারেটিং সিস্টেম  নিয়ে আসতে চলেছে ।

ডিসপ্লে থাকছে ৬.৭ইঞ্চি পাঞ্চ হোল এবং ডিসপ্লের নিচে ডুয়েল সেলফি ক্যামেরা থাকতে পারে ।