কম দামে হোল-পাঞ্চ ডিসপ্লে নিয়ে এল স্যামসাং গ্যালাক্সি এম ১১

স্যামসাং গ্যালাক্সি এম ১১ রিভিউ

স্যামসাং লো মিড বাজেট এ হোল-পাঞ্চ ডিসপ্লে ও বিগ ব্যাটারি নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এম ১১ । ফোনটি নিয়ে বেশ আড়লন সৃস্টি হয়েছে টেক জগৎতে কারণ কম দামে হোল-পাঞ্চ যা গ্রাহক দের বেশ সাড়া জাগাবে । ফোনটির ডিসপ্লে দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে । স্যামসাং এম ১০এস এর সাথে বেশ কিছু  স্পেসিফিকেশন মিল থাকতে পারে ।

স্মার্টফোনটি তে  চিপসেট হিসাবে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 450 । স্যামসাং যে চিপসেট টি ব্যবহার করছে এটা বেশ পুরানো চিটসেট এ কারণে মনে হচ্ছে স্যামসাং এমন একটি ভুল কিভাবে করল যা অনেকে পছন্দ করবে না। এবং অ্যান্ড্রয়েড ১০ থাকছে ফোনটিতে ।স্যামসাং এম ১১ এর ৫০০০মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এবং থাকছে উএসবি সি পোট । ফোনটি তিনটি রঙ্গে কালো, বেগুনি এবং আকাশের নীল পাওয়া যাবে ।

স্মার্টফোনটি পেছনে থাকছে তিনটি ক্যামেরা ১৩+৫+২ মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল । ফোনটি প্রথমে ২টি ভেরিন্টে পাওয়া যাবে ৩/৩২জিবি ও ৪/৬৪জিবি ।

ভারতে ফোনটি ১১০০০ টাকার মধ্যে পাওয়া যাবে আর বাংলাদেশে ১৪৯৯০ টাকা ।