২০১৯ সালে ক্যামেরায় সেরা হয়েছে যে ফোনগুলো

২০১৯ সালের সেরা স্মার্টফোন ক্যামেরার

একটি স্মাটফোনের ক্যামেরা বিশেষ ভূমিকা পালন করে । সেহেতু গ্রাহক সব সময় চায় তার নিজের হাতে থাকা মোবাইল টির ক্যামেরা যেন ভাল হয়। DxOMark এবারের ২০১৯ সালে ক্যামেরায় সেরা হওয়ার তালিকা তৈরি করেছে তাদের ওয়েব সাইট এ। ক্যামেরার বিভি্ন্ন বিশ্লেষণ করে পয়েন্ট দেয় এবং সে ভাবে তালিকা প্রকাশ করে । তবে এ বছর একই পয়েন্ট পেয়ে দুটি স্মাটফোন র্শী্ষে অবস্থান করছে । দুটি ফোন পেয়েছে ১২১ পয়েন্ট  ফোন দুটি হল Huawei Mate 30 Pro আর Mi CC9 Pro Premium Edition ।

যেহেতু ক্যামেরার বিভিন্ন বিষয়  বিশ্লেষণ করে পয়েন্ট দেয় সেহেতু তাদের তালিকা ও পরিবতন  হয় যেমন:- জুম, ভিডিও, নাইট ফটোগ্রাফি,ওয়াইড অ্যাঙ্গেল ইত্যাদি । যেমন কম আলোতে ছবি তোলার জন্য র্শীষ অবস্থান করছে Huawei Mate 30 Pro ।

২০১৯ সালে ক্যামেরায় সেরা ছবি

এবার চলুন DxOMark এর পয়েন্ট টেবিলের ২ ও ৩ নম্বর এ কত পয়েন্ট নিয়ে অবস্থান করছে । দেখা যাচ্ছে ( ছবিতে দেখুন ) দুই নম্বরে ও দুটি ফোন অবস্থান করছে এবং তাদের পয়েন্ট ও একই । iPhone 11 Pro Max আর Samsung Galaxy Note 10+ এ দুটি ফোন ১১৭ পয়েন্ট পেয়েছে এবং Samsung Galaxy S10 5G ১১৬ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে । এছাড়া ভিডিও রেকর্ড এর জন্য  iPhone 11 Pro সেরা ক্যামেরার খাতায় বেশ নাম কামিয়েছে।

২০১৯ সালের সেরা স্মার্টফোন  ক্যামেরার জুমের দিক থেকে এগিয়ে রয়েছে  Mi CC9 Pro Premium Edition আবার দ্বিতীয় রয়েছে Huawei P30 Pro এবং । তবে এই তথ্য থেকে আমরা একটি বিষয় পেয়েছি যে Huawei, iPhone, Samsung, Mi, Google Pixel.এ ব্যান্ড গুলো সেরা হয়েছে ।