ইন ডিসপ্লে ও ৩০ওয়াট চার্জার এর সাথে আসছে অপ্পো এফ১৭ প্রো
অপ্পো তাদের ফোন গুলোকে ক্যামেরা ফোন বলে দাবি করে । আসলে কি তাদের ফোন গুলো ক্যামেরার জন্য ভাল কাজ করে আমার তত টা জানা নেই বরং হুওয়ায়ে ক্যামেরার জন্য বেশ ভাল কিন্তু বর্তমানে হুওয়ায়ে নানা রকম ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে । অপ্পো এবার অপ্পো এফ১৭ প্রো ফোনটি বাজারে নিয়ে আসতে চলেছে । ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভাল লেগেছে । ফোনটিতে কি কি থাকতে পারে সেই সব খবর আপনাদের কে দেওয়া চেষ্টা করবো যেহেতু এখনো সব তথ্য এখনো জানা যায়নি তবে যেগুলো জানা গেছে সে গুলো বলার চেষ্টা করবো।
ফোনটির ডিসপ্লে তে এবার Super AMOLED স্কিন থাকছে এবং প্রটেকশন এর জন্য Corning Gorilla Glass 4 । ডিসপ্লের সাইজ ৬.৪৩ইনছি ফুল এইচ ডি প্লাস ১০৮০*২৪০০ রেজুলেশন । ডিসপ্লের কথা বলতে গেলে দারুন হবে ।
ফোনটিতে এবার পেছনে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে । এছাড়া ফোনটি চাজ করতে বেশি সময় এর প্রয়োজন হবে না কারণ ফ্রাস্ট চাজিং এর জন্য রয়েছে ৩০ওয়াট চাজার সাপোট ।স্মাটফোনটিতে ৬জিবি রাম ও ১২৮জিবি রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে ।
ক্যামেরাই থাকছে কোয়াড কোর সেট আপ ৪৮+৮+২+২ এবং সামনে সেলফি তোলার জন্য থাকছে দুটি ক্যামেরা যা পান্সহোল এর মধ্য থাকবে ১৬+২ ।
Leave a Reply