৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে ওয়ালটন
ওয়ালটন দেশীয় পণ্য হিসাবে বেশ সুনাম করছে । প্রডাক্ট এ মেড ইন বাংলাদেশ ব্যবহার করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন । ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার যে স্মার্টফোন বাজারে আনেছে তার নাম প্রিমো এসসেভেন প্রো । ফোনটির পেছনে ৪৮ এর সাথে আরো দুটি ক্যামেরা থাকবে । এবং সেলফি ক্যামেরার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ।
ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে হেলিও পি৭০ । ৬জিবি র্যাম এর সাথে ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকছে ১২৮ জিবি। এবং কাড মেমরি ২৫৬জিবি পযন্ত ব্যবহার করা যাবে ।
ব্যাটারি দ্রুত চার্জিং সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম । ফোনটির ব্যাটারি ৩৯৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার এবং ইউএসবি সি পোট রয়েছে ।
ডিসপ্লে হিসাবে থাকছে ৬.৩ ইন্ছি আইপিএস ফুল এইচডি ,ফোনটির সিকুরিটির জন্য ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ।
প্রিমো এসসেভেন প্রো ফোনটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করছে ওয়ালটন এবং এই স্মাটফোনটি ফেব্রুয়ারি মাসে বাজারে আসবে বলে জানা যাচ্ছে ।
Leave a Reply