7000MAH ব্যাটারি সহ ভারতে এলো স্যামস্যাং এফ৬২

স্যামস্যাং গ্যালাক্সি এফ৬২

স্যামস্যাং তাদের নতুন এফ সিরিজ এর ফোন বাজারে নিয়ে চলে এলো প্রথম ফোনটি হল স্যামস্যাং গ্যালাক্সি এফ৬২ । ফোনটি দাম হয়তো মিড প্রাইস রেন্জ এর মধ্যে  । ফোনটি ভারতে বাজারে পাওয়া যাবে । ফোনটির ডিজাইন বেশ সুন্দর লেগেছে ।ফোনটির সামনে মাঝ বরাবর থাকছে একটি ছোট পান্স । পেছনে থাকছে চারটি স্কারের ক্যামেরা এবং তার নিচে থাকছে ফ্লাস ।

এই স্মার্টফোনে সেরা ফটো গ্রাফিকের জন্য পেছনে থাকছে ৬৪+১২+৫+৫এমপিয়ারের চারটি ক্যামেরা এবং সামনে থাকছে ৩২এমপিয়ারের সেলফি ক্যামেরা ।ফোনটি চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে  Exynos 9825 এবং অক্টাকোর প্রসেসর ।

স্যামস্যাং এফ৬২  Super AMOLED Plus ডিসপ্লে সাইজ  ৬.৭০ইন্ছি যার রেজুলেশন ১০৮০*২৪০০ যা একটি ফুল এইসডি প্লাস ডিসপ্লে । এছাড়া থাকছে দুটি সিম ব্যবহারের সুবিধা যা সিম দুটি ন্যানো সাইজ ।

ফোনটি দুটি ভেরিয়েন্ট রয়েছে ৬জিবি ১২৮জিবি ও ৮জিবি ১২৮জিবি । ৬ জিবির   দাম ২৩,৯৯৯ রুপি । ব্যাটারি থাকছে ৭০০০ মিলিএমপিয়ার এবং ফোনটির ওজন ২১৮ গ্রাম ।