Galaxy M সিরিজের মোবাইল নিয়ে আসছে Samsung

Galaxy M সিরিজের

Samsung Galaxy M সিরিজের প্রথমে ৩টি মোবাইল আনছে । স্মাটফোন গুলো জানুয়ারির ২৮ তারিখে রিলিজ করবে । তবে আপাতত ফোন ৩টি শুধু মাত্র ভারতে দিবে এবং ফোন কিনতে হলে Amazon.in এবং Samsung অনলাইন শপ থেকে নেওয়া যাবে । ভারতের বাজারে চিনা ফোনে বাজার দখল এর কারণে Samsung M সিরিজের মোবাইল আনছে বলে জানা যাচ্ছে ।

শাওমি ভারতের ১নং ব্রান্ড হওয়ার কারণে Samsung তার সফলতা ফিরাতে M সিরিজের মোবাইল নিয়ে আসছে । ফোন তিনটি মধ্যবিত্তের জন্য ভাল হবে বলে মনে হচ্ছে কারণ ফোন ৩টি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা এর মধ্যে হবে ।